গুইমারায় বেকার যুবদের মধ্যে ছাগল ও সেলাই মেশিন বিতরন

ওমর ফারুক আকাশ গুইমারা প্রতিনিধি:
পার্বত্য মন্ত্রাণালয় হতে প্রাপ্ত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় বেকার যুবতী ও গরীবদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষে ৫ই জানুয়ারী বুধবার দুপুরে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ পরিবারের মাঝে ১২ টি সেলাই মেশিন ও ১৫টি ছাগল বিতরন করা হয়।এসময় গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, ইউপি সদস্য জনার্ধন সেন , মারমা,যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য মেমং মার্মা বলেন, শেখ হাসিনা সরকার বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান এর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি’র এই প্রয়াস। তিনি আরোও বলেন, বিভিন্ন কৃষি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের কে আরোও দক্ষ করে তুলতে হবে।