গুইমারা প্রতিনিধি: গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা ওঁঙ্কার বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোলেমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাছিরুল আলম। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফায়েল আহম্মদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমূল্য কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবলু হোসেন, রেঞ্জ কর্মকর্তা মহসিন আহম্মদ, সমবায় কর্মকর্তা আমানউল্লাহ খান ও খাদ্য কর্মকর্তা আতাউল গণি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও খাদ্য রপ্তানি করছেন। এই ধারা বজায় রাখতে পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারার বিভিন্ন কার্বারী, হেডম্যান, এনজিও কর্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :