মোঃ আবদুল আলী : খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সঙ্গে গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে, গুইমারাবাসীর সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :