গুইমারায় জাতীয় ভোটার দিবস উদযাপন


admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন /
গুইমারায় জাতীয় ভোটার দিবস উদযাপন

 

গুইমারা প্রতিনিধি : “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যে গুইমারায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। ২ মার্চ রবিবার সকালে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার তপন কান্তি দাস। এছাড়া গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অন্যান্য বক্তারা অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।