গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ১:৩৬ অপরাহ্ন /
গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আবদুল আলী : “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

৮ মার্চ শনিবার দুপুরে গুইমারা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার। গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার।

এসময় আলোচনায় অংশ নেন আলো এনজিও’র প্রতিনিধি মিশন চাকমা, শিরীন বালা ত্রিপুরা, ইউপি সদস্য হরিপদ ত্রিপুরা, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গুইমারা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।