গুইমারা প্রতিনিধি।। গুইমারা থানার পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে। দেশব্যাপী পরিচালিত “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে গুইমারা থানা পুলিশ এ অভিযান চালায়।
১৩ ফেব্রুয়ারি রাতে ও দুপুরে গুইমারা থানাধীন সিন্দুকছড়ি মুসলিম পাড়া থেকে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য মহব্বত আলী (৬০) এবং হাফছড়ি ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন (হৃদয়) (২২) কে গ্রেফতার করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্টের পরবর্তী সময়ে ১৯০৩ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :