গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈর্কমাপাড়া থেকে অপহৃত মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরা (৩৬) মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন।
গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে, অস্ত্রধারী সন্ত্রাসীরা সৃষ্টি ত্রিপুরাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে গুইমারা উপজেলার কালাপানি এলাকায় ছেড়ে দেওয়া হয়।
সৃষ্টি ত্রিপুরার পরিবারের সদস্যরা জানান, অপহরণের পর থেকে অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করেছে। শেষ পর্যন্ত মুক্তিপণের টাকা পরিশোধ করার পর রাতেই তাকে মুক্তি দেওয়া হয়। তবে অপহরণকারীদের পরিচয় সম্পর্কে পরিবার নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।
অপহৃতের বাবা অলংগ্য ত্রিপুরা জানান, ছেলেকে মুক্ত করতে মুক্তিপণ দিতে হয়েছে, তবে কত টাকা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী বলেন,
“ভিকটিম উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে মুক্তিপণের লেনদেন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত অপরাধীদের শনাক্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :