জসীম উদ্দিন জয়নাল :
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাটিরাঙ্গা খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় পাহাড়ি, বাঙালি ও দুঃস্থ জনগণের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করেছে।
রবিবার (৯ মার্চ ২০২৫) সকাল ১০টায় পলাশপুর ৪০ বিজিবি জোন সদর দপ্তরে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী, ঢেউটিন, বিশুদ্ধ পানির বন্দোবস্ত, সেলাই মেশিন, নগদ আর্থিক সহায়তা এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
সহায়তার বিবরণ
-
ঢেউটিন: ৭১টি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ১১.৫ বান্ডেল।
-
সেলাই মেশিন: ৩টি।
-
নগদ সহায়তা: ২৫,৫০০ টাকা।
-
শিক্ষা উপকরণ: ৬ষ্ঠ শ্রেণির ১ জন দরিদ্র শিক্ষার্থীর জন্য।
-
মাদ্রাসা ও এতিমখানার জন্য সেহরি ও ইফতার সামগ্রী:
- ১৫ কেজি খেজুর
- ১০ কেজি ছোলা
- ১০ কেজি মুড়ি
- ২০০ কেজি চাল
- ৫ কেজি ডাল
- ১৫ কেজি তেল
- ১০ কেজি চিনি
-
৫০টি দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা:
- ১০ কেজি চাল
- ২.৫ কেজি পেঁয়াজ
- ৩ কেজি আলু
- ১ লিটার তেল
- ২ প্যাকেট সেমাই
- ১ প্যাকেট ট্যাং
- ১ কেজি খেজুর
- ১ কেজি মুড়ি
- ১ কেজি চিনি
- ১ কেজি ডাল
- ১ কেজি ছোলা
উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে পলাশপুর জোন সদর দপ্তরের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর এবং অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন।
আপনার মতামত লিখুন :