সাধারণ
খাগড়াছড়ি সরকারি কলেজে ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

প্রতিনিধি : খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে সদ্য জন্ম নেয়া এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে । ৬ সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে কন্যা শিশুটির কান্নার শব্দ শুনে প্রভাষক রশমি চাকমা ও অফিস সহায়ক রেনু ধর কমোড থেকে নবজাতককে উদ্ধার করে। শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি ভালো আছে। তারপরও পর্যবেক্ষনে রাখা হয়েছে। কলেজের একজন প্রভাষক মায়ের মমতায় শিশুটিকে বুকের দুধ খাওয়াচ্ছেন।
খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে দেখভাল করছে। একদিকে সন্তানের জন্য নিঃসন্তানদের বুক ফেটে যাচ্ছে। অপর দিকে অভাগা গর্ভধারিনী হয়তো সমাজ বা পরিবারের স্বীকৃতির অভাবে কন্যা শিশুটিকে জন্ম দিয়ে চলে গেছে।