সাধারণ

খাগড়াছড়ি সদর শালবনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্র বিতরন

 

 

আরিফ মাহমুদ : খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে দু:স্থাদের মাঝে শীতবস্র বিতরন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শুক্রবার শালবন জামে মসজিদ এলাকায় শীতবস্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। সভাপতিত্ব করেন কাউন্সিলর আনোয়ার হোসেন। পরিচালনায় ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নুর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মংক্যাচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমূখ।

প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘‘আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে দেশের মানুষের উন্নয়নে নিরলস কাজ করেছে। দেশের উন্নয়ন করেছে। অসহায় মানুষের কল্যানে কাজ করেছে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল মানুষকে ভালবাসে। যার কারণে দেশের মানুষ বারবার আওয়ামীলীগকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর এই পার্বত্য এলাকা যে হারে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী আর কবছর পর কাজ করার জায়গা পাওয়া যাবে না। ২০০১ সালে যে পরিমান উন্নয়ন হাওয়ার কথা ছিলো পার্বত্য এলাকায় উন্নয়ন না করে শুধু জিয়া পরিষদ কতো গুলি ঘর তৈরী করে সরকারের টাকা বিএনপি নেতাদের পকেটে ঢুকিয়েছে’’।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button