খাগড়াছড়ি সদর ভাইবোনছড়া ইউপির ৪ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

প্রতিনিধি : খাগড়াছড়ি সদরস্থ ভাইবোনছড়া ইউপির বৃহত্তর গাছবান এলাকার ৪ গ্রামে ছয়শত পরিবার পেলো নতুন বিদ্যুৎ সংযোগ । ২৭ জুলাই সোমবার মন্ত্রীপাড়া, অমৃতপাড়া, কুমার ধনপাড়া, ২নং প্রকল্প গ্রাম সহ মোট ছয় কিলোমিটার ৬ শত পরিবার মাঝে এককোটি পঞ্চশ লক্ষ টাকায় ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিৎ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সহকারী প্রকৌশলী যত্ন মানিক চাকমা, খাগড়াছড়ি সদর ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা প্রমূখ।
প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সমতলের সাথে পার্বত্য এলাকাও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। দেশের প্রত্যেক মানুষের ঘরে আমরা আলো জ্বালাবো, সেটাই আমাদের লক্ষ্য।’
যেখানে বিদ্যুতের লাইন নেই, সেখানে সরকার সোলার সিস্টেম বসিয়ে দিচ্ছে। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। মানুষের এই চাহিদার সঙ্গে মিল রেখেই সরকার বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে।