খাগড়াছড়ি ভাইবোনছড়ায় শ্রী শ্রী মাতৃকুন্ড তীর্থ মন্দির – সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র

দেব প্রসাদ ত্রিপুরা ঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র হয়ে উঠছে মাতৃকুন্ড তীর্থমন্দির। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের লক্ষীমুড়া এলাকার নতুন মন্দির পাড়ায় অবস্থিত মন্দিরটি। বিগত ২০০৬ ইং সালে প্রত্যন্ত এই পাহাড়ী জনপদে পানীয় জলের একটি কুয়া/ কূপ থেকে পানি তুলতে গিয়ে কুয়োর ভিতর অলৌকিকভাবে এক জোড়া জীবিত শঙ্খ পায় পাড়ার এক মহিলা। এরপর প্রতি বছর ঐ কুয়োকে ঘিরে পৌষ সংক্রান্তিতে বিশাল মেলার আয়োজন করে আসছেন ধর্মপ্রান এলাকাবাসী। তীর্থ মেলায় বিভিন্ন স্থান হতে হাজার হাজার ভক্ত সমাগম হয় এবং দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে।
অনেক পুরুষ মহিলা এখানে মানত করে মনোস্কাম পূর্ন হয়েছে বলে জানান এলাকাবাসী।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন বিকাশ ত্রিপুরা জানান, খাগড়াছড়ির ধর্মপ্রান সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা মহোদয়ের সহযোগীতায় মন্দিরের মাঠ উন্নয়ন ও র্তীথক্ষেত্রটিতে বাঁধ নির্মান কাজ চলছে। তবে এ বরাদ্দ পর্যাপ্ত নয়, মন্দিরের ভবন নির্মানসহ অনেক প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের আবশ্যকতা রয়েছে। কিন্তু এলাকাবাসীর অধিকাংশই খেটে খাওয়া গরীব হওয়ায় এগুলোর যোগান দিতে পারছেন না। তাই ধর্মপ্রান সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্রটির উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রতন বিকাশ ত্রিপুরা।