খাগড়াছড়ি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বিজয়ী

প্রতিনিধি : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ১৬ জানুয়ারীর নির্বাচনে খাগড়াছড়ি পৌরসভায় বিজয় হয়েছে নৌকার। বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় নির্মলেন্দু চৌধুরী ৯০৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: রফিকুল আলম মোবাইল প্রতীকে পেয়েছেন ৮৭৪৯ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির ইব্রাহিম খলিল পেয়েছেন ৪৩০৮ ভোট এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ফিরোজ আহমেদ পেয়েছেন ১৮৪ ভোট। শালবন মহিলা কেন্দ্র টেক্সটাইল ভোকেশনাল এলাকায় খানিকটা হট্টগোল ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। চারজন মেয়র, ৪০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর এই পৌরসভা নির্বাচনে মোট ভোটার ছিল ৩৭ হাজার ৮৭ জন।
পৌরসভার ৪নং ওয়ার্ডে ৯৯ ভোটের ব্যবধানে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী বাচ্চুমনি চাকমা বলেন, ‘‘ডিজিটাল সরকারের ডিজিটাল ইভিএমে ভোট হওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ। এ পদ্ধতিতে ভোট নষ্ট হয়েছে কম। কারচুপি করার সুযোগ নাই। ফলাফল হয়েছে দ্রুত।’’
৬ নং শালবন ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন ডালিম প্রতীকে রেজাউল করিম। অপরদিকে
টানা চতুর্থ বারের বিজয়ী সংরক্ষিত (৪,৫,৬ নং ওয়ার্ড) কাউন্সিলর আনারস মার্কার শাহিদা আক্তার (নানী) বলেন, ‘‘আমার নির্বাচনী এলাকার সকল ভোটারই আমাকে ভোট দিয়ে বিজয়ী করায় ধন্যবাদ জানাই। সাথে ইভিএম পদ্ধতি চালু করায় সরকারকেও ধন্যবাদ জানাতে কার্পন্য করবো না।,,
নতুন পদ্ধতি ইভিএমে ভোট দিয়ে নতুন ভোটাররা অতিশয় উচ্ছছিত। বয়স্ক ব্যক্তিরা নতুন এ পদ্ধতিকে খুব সহজ পদ্ধতি, আগের মতো কষ্ট হয় না বলে মন্তব্য করেছেন।