খাগড়াছড়ি পৌরসভার সবচেয়ে জনপ্রিয় প্রার্থী শাহিদা আক্তার

দেব প্রসাদ ত্রিপুরা ঃ আগামী ১৬ জানুয়ারী শনিবার নির্বাচন হবে খাগড়াছড়ি পৌরসভা। এই পৌরসভার সবচেয়ে জনপ্রিয় প্রার্থী শাহিদা আক্তার। সংরক্ষিত মহিলা কমিশনার প্রার্থী তিনি। ৪.৫. ও ৬ নং ওয়ার্ডের প্রার্থী শাহিদা আক্তারের মার্কা আনারস। দল-মতের উর্দ্ধে থাকা একটানা তিন মেয়াদের কমিশনার এই শাহিদা আক্তার এলাকাবাসীর নানী। সদা হাস্যোজ্জল এই নানির জনপ্রিয়তা আকাশচুম্বি। এলাকার পাহাড়ী বাঙ্গালী সকলের প্রিয় এই ব্যক্তি এবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত। তিনি বলেন, ‘‘ভাই আমি গরীব মানুষ, শুধু ভালবাসা ছাড়া লোকজনকে তেমন কিছু দিতে পারি না। তবুও সবাই আমাকে ভালবাসে। এই ভালবাসাই আমার পুঁজি। এই ভালবাসাই আমাকে কমিশনার বানায়। এবারও বানাবে।’’
শাহিদার ব্যাপারে ৪নং ওয়ার্ডের ভোটার বকুল বিকাশ চাকমা বলেন,‘‘ নানি শাহিদা আক্তার তিন বার হয়েছে। এবারও হবে। আগামীতে আরো অনেকবার হবেন। তার প্রতিদ্বন্ধী তৈরি হতে অনেক সময় লাগবে।’’
৫নং ওয়ার্ডের বাসিন্দা বয়োবৃদ্ধ নুর হোসেন বলেন,‘‘ শাহিদা মানুষের সুখ দু:খে পাশে থাকে। রাত নাই দিন নাই-মানুষ যখনই তাকে ডাকে ছুটে আসে। তাই মানুষ তাকে ভালবাসে। এবারও সে ভোট পাবে।’’
৬ নং ওয়ার্ডের ওয়াপ্রু মারমা বলেন, ‘‘ আনারস মার্কাতো আমরার মার্কা, শাহিদা আমরার লোক। তারে ন দিয়ে কারে দিত। পাগল পাইয়ে নি।’’
সাড়ে দশ হাজার ভোটারের এলাকা ৪,৫ ও ৬নং ওয়ার্ডে শাহিদা আক্তারের একমাত্র প্রতিদ্বন্ধী শর্বরী রানী। এলাকার পাহাড়ী বাঙ্গালী অনেকের অভিমত, অনেকটা বিনা প্রতিদ্বন্ধিতার মতোই হবে শাহিদা আক্তারের নির্বাচন।