সাধারণ

খাগড়াছড়ি পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে ডিসি-এসপি

 

সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । ১৬ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে খাগড়াছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন ও পৌর মেয়র রফিকুল আলম। এসময় খাগড়াছড়ি পৌরসভার নানামুখী চলমান উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, ‘পৌর এলাকার নাগরিকদের সেবা ও স্বপ্ন পূরনে কাজ করছে পৌরসভা। পৌরসভার উন্নয়নমূলক কাজগুলো সারাদেশের জন্য মডেল হয়ে থাকবে। পৌরসভার যে কোন উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগীতা অব্যাহত থাকবে।
অতপর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত নগর সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক। সভায় খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক বাস্তবায়িত বিগত ১০ বছরের উন্নয়নমূলক কাজের বিবরণ দেন মেয়র রফিকুল আলম। তিনি জানান, ২০০৮-০৯ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রায় ১৪৪ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছে খাগড়াছড়ি পৌরসভা। এছাড়া বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button