আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে, কর্মস্পৃহা বাড়ায় এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করে।”
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হানসহ খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
আপনার মতামত লিখুন :