খাগড়াছড়ি-পানছড়ি সড়কের জরুরি সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন।
এসময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, পানছড়ি সমিতির সভাপতি রিপন সরকার, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সম্পাদক আবুল কাশেম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আদনান, শিক্ষক আশিকুর রহমান, রুমেল মারমা এবং আব্দুল মান্নান।
বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহার করে খাগড়াছড়ি জেলার সদর ও আশপাশের ইউনিয়নের প্রায় ৩ লক্ষাধিক মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ করেন। রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে সমস্যার কথা উল্লেখ করে বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তি হচ্ছে। রাস্তার দুরবস্থার কারণে কৃষিপণ্য ও বনজপণ্য পরিবহনে অসুবিধার সৃষ্টি হচ্ছে, যা কৃষকদের আর্থিক ক্ষতির মুখে ফেলছে।
বক্তারা আরও জানান, দীর্ঘদিনেও সড়কটির মানোন্নয়ন না হওয়ায় এলাকাবাসী প্রশাসনের প্রতি অবহেলা ও বৈষম্যের শিকার বলে মনে করছেন। ফলে এলাকাজুড়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।
মানববন্ধন শেষে পানছড়ি উপজেলা সাধারণ মানুষের পক্ষ থেকে আল আমিন, আবুল কাশেম ও আশিকুর রহমানের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। এতে সড়কটি দ্রুত মানসম্মতভাবে সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :