সাধারণ

খাগড়াছড়ি জেলা সদরে বিএমডিএফ’র জায়গা পরিদর্শন

 

প্রতিনিধি ঃ-বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট (বিএমডিএফ) এর অর্থায়নে খাগড়াছড়ি পৌরসভার বাস্তবায়নাধীন পৌর মার্কেট নির্মাণে জমির মালিকানা নিয়ে বিরোধ মীমাংসায় জায়গা পরিদর্শন করেছে বিএমডিএফ কর্তৃপক্ষ।
৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় জায়গা পরির্দশনের শেষে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে বিবাদ মীমাংসা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট (বিএমডিএফ) এর ব্যবস্থাাপনা পরিচালক-সৈয়দ হাসিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শজিদুল ইসলাম। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসন ও স্থাানীয় জনপ্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।
প্রধান অতিথি বিএমডিএফ এর ব্যবস্থাাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান জায়গা পরিদর্শন শেষে বলেন, বিরোধহীন জায়গায় এ ধরনের প্রকল্প দেওয়া হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে প্রকল্প হতে যাচ্ছে তাতে কোন ধরণের অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তাই যুক্তি উপস্থাাপনসহ সকল বিষয় মিমাংসা করে কাজ করতে হবে। ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও চলমান প্রকল্পের মেয়াদ ২ বৎসর কমেছে বলে। সব কিছু ঠিক থাকলে বিষয়টি বিএমডিএফ আন্তরিক ভাবে দেখবে।

সভায় বিবাদের বিষয়ে নানা যুক্তি খন্ডন করে নেতৃবৃন্দ। জগন্নাত মন্দির সংলগ্ন ৩০ শতক জায়গায় মার্কেট করার উদ্যোগ নিলে একটি পক্ষ উক্ত জায়গার মালিকানা দাবী করে আসছে। বার বার নোটিশ করা হলেও মালিক দাবীদার উপস্থিাত না হওয়ার বিষয়টিও উঠে আসে আলোচনায়। এ সময় উপস্থিাত জনপ্রতিনিধিরা উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্থা করতে কুচক্রি মহল কাজ করছে বলে অভিযোগ করেন। পৌর মেয়র অভিযোগ করেন, একটি চক্র রাজনৈতিক ভাবে হিংসাত্বক হয়ে প্রকল্পকে বাঁধাগ্রস্থা করতে কাজ করে যাচ্ছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button