খাগড়াছড়ি জেলা সদরে বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

আনোয়ার হোসেন : তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উ”চ বিদ্যালয়ে এক আলেচানা সভা অনুষ্ঠিত হয়।
৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার দুপুর ১২.০০ টায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) তৃলা দেব। বিশেষ অতিথি পেরাছড়া মৌজার হেডম্যান অনিল কুমার চাকমা, পেরাছড়া উ”চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিম্বিসার খীসা প্রমূখ। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, বিদ্যালয়ের অভিভাবক, অত্র এলাকার জনপ্রতিনিধি, সমিতির সদস্য/নেত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার অগণিত জনসাধারণ উপস্থিাত ছিলেন। আলোচনা সভায় বর্তমান সরকারের ২০০৯ থেকে একটানা দুই মেয়াদে নানামূখী উন্নয়ন কর্মকান্ড বিষয়ে স্বাগত বক্তব্য উপস্থাাপন করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রথমবার এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। পর পর দুই মেয়াদে বিভিন্ন ক্ষেত্রে নানা রকম উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। যার ফলে অর্থনীতিতে যেমন গতি সঞ্চারিত হয়েছে তেমনি বিভিন্ন সামাজিক সূচকে সাধিত হয়েছে লক্ষণীয় অগ্রগতি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বিশ্বব্যাপী উন্নয়ন ও ডিজিটালাইজেশনের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশ। টেকসই উন্নয়ন অভীষ্ট, প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ হচ্ছে- একটি বাড়ী একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রম। ১০টি ফাস্ট মেগা প্রকল্প এই উন্নয়নের প্রধান নিয়মক। সরকারের ফাস্ট ট্রেক মেগা প্রকল্প হচ্ছে-পদ্মা বহুমূখী সেতু প্রকল্প, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, মাতার বাড়ী কোল পাওয়ার প্রজেক্ট, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (মেট্রোরেল) প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, পায়রা গভীর সমুদ্রবন্দর, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প ও দোহাজারী-রামু-মিয়ানমার, ঘুনধুম রেল লাইন প্রকল্প। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা(এমডিজি)’র মেয়াদ শেষে ২০১৫ সালের সেপ্টেম্বরে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) ও ১৬৯টি লক্ষ্যমাত্রা গৃহিত হয়। বর্তমানে দেশে মাদকের ভয়াবহতা ও সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে মুক্ত রাখার জন্য সকলেই সতর্ক এবং সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এছাড়াও নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য ট্রাফিক আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটসহ তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বর্তমান সরকারের ভিশন :২০২১ মধ্যম আয়ের দেশ গড়া এবং রুপকল্প : ২০৪১ উন্নত বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহন ও সহযোগিতার আহবান জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি তৃলা দেব বলেন, বর্তমান সরকার সকল সেক্টরে উন্নয়ন করেছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। প্রতিটি স্থাানে নারীর নেতৃত্ব লক্ষ্যণীয়। নারীর উন্নয়ন হয়েছে বলে আজ এ অবস্থাানে আসতে সক্ষম হয়েছি। নারীরা আজ পিছিয়ে নেই, নারীরা কর্মক্ষেত্রে এগিয়েছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক সুনাম ও পুরস্কার অর্জন করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহন ও সহযোগিতার জন্য উপস্থিাত অংশগ্রহনকারী সকলকে অনুরোধ জানাচ্ছি।