খাগড়াছড়ি জেলা সদরে ইয়াবাসহ আটক-২

সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়ি জেলা সদরে ১৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা জেলা সদর কুমিল্ল টিলা এলাকার আব্দুল মতিনের ছেলে জসিম উদ্দিন (২৫) এবং মাস্টার পাড়ার কোরবান আলীর ছেলে হোসেন আলী (৩১)। ১ জুলাই রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় জেলা শহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদত হোসেন টিটু জানান, ‘দুই মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন এবং হোসেন আলী ইয়াবা নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ওৎপেতে ছিলামত। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় ২ মাদক ব্যবসায়ী মোটর সাইকেলে করে বিক্রির উদ্দেশ্যে আসলে আমরা তাদের আটক করে তাদের দেহ তল্লাসী করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা মাদক ব্যবসাীয় বলে জানা যায়। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মাদক ব্যবসাীয়রা এখন সরাসরি চালান নিয়ে শহরে আসছে না। মাদক শহরের বাইরে রেখে ক্রেতার চাহিদা অনুযায়ী শহরে সরবরাহ করছে মাদক ব্যবসায়ীরা।