সাধারণ

খাগড়াছড়ি জেলা সদরে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চার মাইল এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। স্থাানীয় সুত্রে জানা যায়, গত শুক্রুবার রাতে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের পাশে চার মাইল এলাকায় একটি পাহাড়ের উপরে পরিত্যক্ত ঘরে অভিযান চালায় খাগড়াছড়ি সদর সেনা জোনের মেজর মাকসুদুল আলমের নেতৃত্বাধীন নিরাপত্তাবাহিনী। এই সময় কাউকে আটক করতে না পারলেও ২টি পিস্তল, ০৯ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের বইসহ গুরুত্বপূর্ন বেশকিছু নথিপত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম বানছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ সন্ত্রাসী সাধন চাকমা (৩০) ওরফে প্রতুত্তর চাকমাকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করে।
সে দিঘীনালা উপজেলার বড়াদম গ্রামের দয়ালাল চাকমার ছেলে এবং ইউপিডিএফ (প্রসিত) গ্রুফের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরূদ্ধে  দিঘীনালা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button