সাধারণ

খাগড়াছড়ি জেলা ব্রান্ড বুক ২য় সংস্করনের মোড়ক উন্মোচন

 

মো: আশেক উল্লাহ : খাগড়াছড়ি জেলা ব্রান্ড বুক বৈচিত্রময় খাগড়াছড়ির মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের স্টাডি রুমে বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনের মোড়ক উন্মোচন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা । বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। এ ছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনে জেলার কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি এবং সামাজিক অবস্থা তুলে ধরা হয়েছে। এতে পর্যটকরাও অনেক কিছু জানতে পারবে এবং পর্যটক বৃদ্ধি পাবে। ফলে জেলায় অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। জেলায় কিছু সংখ্যক সাওতাল আছে। তাদের জীবন ধারাও তুলে ধরতে হবে। জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের নিকট আহবান জানাচ্ছি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনে খাগড়াছড়ি সম্পর্কে দেশবাসী অনেক কিছুই জানতে পারবে। পর্যটকদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এতে জেলার কৃষ্টি, কালচার এবং বৈচিত্র তুলে ধরা হয়েছে। সামাজিক, ধর্মীয় রীতিনীতি এবং পার্বত্যবাসীর জীবনধারাও তুলে ধরা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ ্আব্দুল আজিজ বলেন, বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করণকে বলা যায় খাগড়াছড়ির আয়না। খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এতে উপস্থাপন করা হয়েছে। আশা করি বইটির ২য় সংস্করণ সার্থক হয়েছে এবং দেশবাসী তথা পর্যটকরাও উপকৃত হবে।
অনুষ্ঠানে আগত সকল অতিথির মাঝে বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনের কপি উপহার দেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র  বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এবং সহকারী কমিশার প্রশান্ত কুমার চক্রবর্তীর সম্পাদনায় প্রকাশিত বৈচিত্রময় খাগড়াছড়ির ২য় সংস্করনের আলোকচিত্রে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো: আলিমউল্লাহ, প্রথম আলো খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান ও ফটো সাংবাদিক নীরব চৌধুরী।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button