ছানোয়ার হোসেন: খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সঙ্গে মহালছড়ির প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা আয়োজন ও উপস্থিতি
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১:৩০ মিনিটে মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় আলোচিত বিষয়সমূহ
সভায় মহালছড়ির বিভিন্ন দপ্তরের প্রধানরা তাঁদের দপ্তরের সমস্যা তুলে ধরেন। উপজেলা বিএনপির সভাপতি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে মহালছড়ি অনেক পিছিয়ে রয়েছে। প্রেসক্লাব সভাপতি দীপক সেন জানান, মহালছড়ি উপজেলার বিভিন্ন দপ্তর বর্তমানে অতিরিক্ত, চলতি ও ভারপ্রাপ্ত দায়িত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি করছে।
জেলা প্রশাসকের প্রতিশ্রুতি
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মহালছড়ির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে একে খাগড়াছড়ি জেলার সবচেয়ে অনুন্নত ও অবহেলিত উপজেলা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এই সমস্যা উত্তরণে প্রশাসন ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সংকট চিহ্নিত করে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আপনার মতামত লিখুন :