সাধারণ
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন

দেব প্রসাদ ত্রিপুরা : বিপুল উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়িতে পালিত হয়েছে স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের পর দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, শুভমঙ্গল চাকমা, নিলুৎপল খীসা, আশুতোষ চাকমা, খোকনেশ^র ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েলসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।