সাধারণ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের বৃক্ষ রোপন

প্রতিনিধি॥ ‘‘গাছ লাগান-পরিবশে বাঁচান’’ স্লোগানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
১৬ আগস্ট সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ১টি নারিকেল গাছের চারা রোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু একটি বকুল ফুলের চারা রোপন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংসদ সদস্য উপস্থিত কৃষকদের মাঝে ফলদ,বনজ ও ভেষজ চারা বিতরণ করেন। খাগড়াছড়ি জেলা জুড়ে ৯ হাজার চারা বিতরন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক টারজান বড়ুয়ার সভাপতিত্বে সদস্য সচিব খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, কৃষি বিষয়ক সম্পাদক শুভ মঙ্গল চাকমা, উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, জেলা আওয়ামী লীগ সদস্য আফতাব উদ্দিন চৌধুরী, এড. নুরুল্লাহ হিরো, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button