খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে র্যালি ও সমাবেশ

সবুজ পাতা ডেস্ক : ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং হোপ কোয়ালিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর বুধবার সকালে জেলা সদর কদমতলীস্থা অস্থাায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এক সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা। বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার,এড্ আশুতোষ চাকমা, মংশিপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, মুক্তিযোদ্ধা কমন্ডার মোঃ রইচ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামসুল হক, মাঈন উদ্দিন,সুভাষ চাকমা,জয় নাথ দে,রতন শীল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় জয়ী করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়ী হবে। দলের ভেতরে যারা উপদল তৈরী করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।