সাধারণ

খাগড়াছড়ি জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে…………নব বিক্রম কিশোর ত্রিপুরা

 

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান শীর্ষক স্কীমের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ৪ এপ্রিল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা সদরস্থ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. শাহীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. চাহেল তস্তরী, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটির প্রাক্তন সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, পৌর মেয়র রফিকুল আলম এবং উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মিজ. অনামিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমাসহ উন্নয়ন বোর্ডের কর্মচারী- কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি সর্ব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাঙ্গামাটি এবং বান্দরবানের চেয়ে পিছিয়ে আছে খাগড়াছড়ি। তাই এবার সর্বাগ্রে খাগড়াছড়িতেও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ জরুরি।

২০১৭-১৮ অর্থবছরে এ শিক্ষবৃত্তিতে ২ কোটি টাকা বরাদ্ধ করা হয়। তিন পার্বত্য জেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২২২ জন। খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিশ্ববিদ্যালয় পর্যায় ৪’শ ১৮জন এবং কলেজ পর্যায় ৩’শ ২২জন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button