সাধারণ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ মোঃ শরিফুল ইসলাম

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে নিখোঁজ যুবলীগ নেতা ইমরান হোসেনের সন্ধানের দাবিতে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের ডাকা দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ চলছে। সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি অংশের বিভিন্ন এলাকায় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় নামে। সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল থেকে নিখোঁজ ইমরান হোসেনের অক্ষতাবস্থায় সন্ধান না পাওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের হুশিঁয়ারী দেয়া হয়। মানিকছড়ি থানার ওসি শাহনূর আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গত ১ জানুয়ারী সন্ধ্যায় মানিকছড়ি থেকে নিখোঁজ হয় স্থানীয় যুবলীগ নেতা ইমরান হোসেন। পরের দিন বাড়ির পাশের জঙ্গল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হলেও এখনও ইমরান হোসেনের কোন খবর পাওয়া যায়নি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button