সাধারণ

খাগড়াছড়ি কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

সুজন বড়ুয়া ঃ খাগড়াছড়ি কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীরব দান অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিহার অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানলোক ভিক্ষু কর্তৃক ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অতঃপর ভিক্ষু সংঘকে প্রাতঃরাশ, পঞ্চশীল গ্রহন, পিন্ডদান, কঠিন চীবর পরিক্রমা, কঠিন চীবর দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, ভিক্ষুসংঘ কর্তৃক স্বধর্ম দেশনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি হয়।
তাপস বড়ুয়ার সঞ্চালনায় কঠিন চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সভার উপদেষ্টা সত্যানন্দ মহাথের, শ্রীমৎ বিজয়ানন্দ থের অধ্যক্ষ ভূজপুর হরিনা অমৃতধাম বিহার ফটিকছড়ি প্রধান ধর্মদেশক,বুদ্ধশ্রী থের অধ্যক্ষ পশ্চিম খৈয়া শ্মশান বিহার ফটিকছড়ি, প্রিয়তিষ্য ভিক্ষু অধ্যক্ষ সাধনাসিদ্ধি বনবিহার গুইমারা,অজিতা বংশ থের মৈত্রী বুদ্ধ বিহার খাগড়াছড়ি, শ্রীমৎ জ্ঞানলোক ভিক্ষু ধর্মদেশনা দান করেন।
শুভেচ্ছ বক্তব্য রাখেন মৈত্রী সংঘের সভাপতি আশুতোষ বড়ুয়া, বড়ুয়া বুড্ডিস্ট ওয়েলফেয়ার লিঃ এর প্রতিষ্ঠাতা সম্পাদক পারদর্শী বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধ সমিতির খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক রুপন কান্তি বড়ুয়া, বুদ্ধ যুব সংঘের সভাপতি বিজয় বড়ুয়া, কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন কল্যানপুর মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়া।
সুমিতা বড়ুয়ার পরিচালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মানসী বড়ুয়া, রেনুকা বড়ুয়া, শশী বড়ুয়া, বাঁধন বড়ুয়া, তবলায় বৌদ্ধ যুব সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button