খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৪ জন।
শুক্রবার বেলা ৩টায় ধানমন্ডিস্থা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।
এসময় উপস্থিাত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ও পরিষদ সদস্য মো. আব্দুল জব্বার, এ্যাড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক মংশিপ্রু চৌধুরী অপু, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক, পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, লক্ষীছড়ি উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সাধারন সম্পাদক চন্দন কুমার দে, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মো. মাইন উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা এম হুমায়ুন মোরশেদ খান,খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারন সম্পাদক কেএম ইসমাইল ছাড়াও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
অপরদিকে আওয়ামী লীগের অপর তিন মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ভবেশ্বর রোয়াজা নিকি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা ১১নভেম্বর রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।