সাধারণ

খাগড়াছড়ির ৬নং পৌর ওয়ার্ডে সবোর্চ্চ কমিশনার প্রার্থী আটজন

 

সবুজ পাতার ডেস্ক ঃ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশী কমিশনার প্রার্থী ৬নং ওয়ার্ডে। আট প্রার্থীর মধ্যে শালবন দক্ষিণ অংশের ৪ জন এবং উত্তর অংশের ৪ জন। দক্ষিণ অংশের ৪ জনের মধ্যে মো: মহিউদ্দিন মহির মার্কা ব্ল্যাক বোর্ড, মো: আনোয়ার হোসেন-টেবিল ল্যাম্প, মো: কুদ্দুস-উটপাখি, একমাত্র মহিলা প্রার্থী হাজেরা-ব্রীজ মার্কা।
উত্তর অংশের ৪ জনের মধ্যে সাবেক কমিশনার মো: ইসলাম উদ্দিন-স্কু ড্রাইভার, মো: রেজাউল করিম-ডালিম, মো: ফরিদ উদ্দিন-গাজর ও মো: শরিফ ভূইয়া-পাঞ্জাবী মার্কা।
প্রার্থীদের মধ্যে শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে মো: মহিউদ্দিন মহি। তিনি স্নাতক পাস। আর রেজাউল করিম এসএসসি। বাকীরা এ দুজনের চেয়ে শিক্ষায় কম। তবে সম্পদে এগিয়ে বর্তমান কমিশনার আনোয়ার হোসেন।
তরুন প্রার্থী মহিউদ্দিন ব্ল্যাক বোর্ড মার্কা নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষ এখন নতুনত্বে বিশ^াসী। নতুন নেতৃত্ব সর্বজনের চাওয়া। পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিত্ব শালবনবাসীর অনেক দিনের চাওয়া।
উত্তর অংশের ৪ প্রার্থীর মধ্যে জয়ের ব্যাপারে চারজনই শতভাগ আশাবাদী। দক্ষিন অংশের ৪ প্রার্থীকে হারানোর জন্য উত্তর অংশের মুরুবীরা একজনকেই প্রার্থী হিসেবে রাখার ব্যাপারে অনেক শলা পরামর্শ চালিয়েও তা সম্ভব হয়নি। কারণ সবাই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।
উল্লেখ্য ৬নং ওয়ার্ডে মোট ভোটার ৪ হাজার ৮ শত ৯১। মহিলা ২ হাজার ৪শত ৪৬ এবং পুরুষ ২ হাজার ৪শত ৪৫।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button