খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চিকিৎসা সামগ্রী ও ত্রাণ বিতরন

দেব প্রসাদ ত্রিপুরা : খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গায় চিকিৎসা সামগ্রী ও ত্রাণ বিতরন করা হয়েছে। ১৭ জুলাই শনিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও মাটিরাঙ্গা পৌরসভার অর্থায়নে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ নিয়ন্ত্রণে চিকিৎসা সামগ্রী বিতরণ ও শ্রমজীবি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মিজ ফারজানা আকতার ববি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিৎসা সামগ্রী ও ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশির আহাম্মদ ভুঞা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোরশেদ খাঁন ও মাটিরাংগা পৌর মেয়র মো. শামছুল হক প্রমূখ।
সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, করোনার কারনে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী। বাদ পড়েনি আমাদের বাংলাদেশও। মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। নিম্নআয়ের মানুষদের দফায় দফায় নগদ আর্থিক সহায়তা দিয়েছেন। চিকিৎসকদের দায়ী না করে করোনা থেকে রক্ষা পেতে নিজেকেই সচেতন হয়ে সরকারী বিধিনিষেধ মেনে চলতে হবে’’।
পরে তিনি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও মাটিরাঙ্গা পৌরসভার অর্থায়নে কোভিড-১৯ নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী দরিদ্রদের মাঝে তুলে দেন।