সাধারণ

খাগড়াছড়ির মাটিরাঙায় বাসদ নেতার মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি : বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুলের (৬০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

১২ সেপ্টেম্বর রবিবার সকালে খাগড়াছড়ি মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে এ নেতার মৃতদেহ শনাক্ত করেন তার পরিচিতরা। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এতথ্য নিশ্চিত করেছেন।

কমরেড টুটুলের ঘনিষ্ঠ পলাশ চৌধুরী জানান, শনিবার দিনের বেলা জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার উদ্দেশে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার সকালে
মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।

কমরেড জাহেদ আহমেদ টুটুল কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বাধীন বাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার একটি কন্যা সন্তান রয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button