
আমির হামজা কুতুবী ঃ খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া জোরমরম শিবমন্দির বাজারের ৬টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকান্ড ঘটে। এতে ৪টি মুদি দোকান ও ২টি কুলিং কর্নার সম্পূর্ন পুড়ে গেছে। দোকানে রাখা খোলা বাজারের ২জন মাংস ব্যবসায়ীর মাংসসহ ফ্রিজ পুড়েছে। আগুনে স্থাপনা ও দোকানের মালামালসহ ক্ষতির পরিমান প্রায় পঞ্চাশ লক্ষাধিক। তাছাড়া পাশে অবস্থিত প্রাচীন শিবমন্দিরটির আংশিক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শক সার্কিট হতে আগুনের সুত্রপাত বলে ধারনা ক্ষতিগ্রস্তদের।
তাৎক্ষনাৎ সরকারী সহায়তা হিসেবে ২০ অক্টোবর সকালে আগুনে ক্ষতিগ্রস্ত ৮ জনকে ৭ হাজার ৫শ টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন,‘‘যে কোন অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেদিকে সজাগ থাকবেন। দুর্যোগ দুর্ঘটনায় প্রশাসন আপনাদের পাশে আছে এবং থাকবে। এধরনের ঘটনায় আপনারা যথাশীঘ্রই খবর দেবেন।’’
অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মাসুদুর রহমান, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন প্রমুখ।