খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড় অফিসঃ খাগড়াছড়িতে করোনা পরিস্থিতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে রিজিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি বলেন, মতবিরোধ বা কারো পক্ষে-বিপক্ষে নয়, পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বর্তমান সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে মন্তব্য করে রিজিয়ন কমান্ডার বলেন, সকলে সরকারের এ ধারা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা উচিত। এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে পার্বত্যাঞ্চল প্রেসক্লাব সভাপতি এম. সাইফুর রহমান, মানিকছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মাঈন উদ্দিন, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ নিজাম উদ্দীন, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শাহরিয়ার ইউনুস, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।