খাগড়াছড়িতে ৪৭ তম সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি॥ সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই শ্লোগানে খাগড়াছড়িতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের টাউন হলের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে এসে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমবায় বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
জেলা সমবায় অফিসের পরিদর্শক হ্যান্ডি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কাজী চাহেল মোহাম্মদ ত¯‘রী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা এবং সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মধুসুধন দে।
এসময় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায় প্রতনিয়ত কাজ করে যাচ্ছে। সমবায় সমিতির মাধ্যমে এ জেলার মানুষ অনেক কিছু করতে শিখেছে। সাধারণ জনগন বিভিন্ন সমিতি করে জীবন মান উন্নয়ন করতে শিখেছে