সাধারণ

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

 

নুর মোহাম্মদ হৃদয় : খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আব্দুল্লাহ আল-নোমান সাগরের সঞ্চালনায় ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি মো. শওকত আজম খাজা। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন সারু প্রমূখ।
কর্মী সভায় প্রধান অতিথি বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে জেলায় জেলায় এ কর্মী সভা করা হচ্ছে। সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে হবে। বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাঠ পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে পালন করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button