সাধারণ

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসের কর্মসূচী নিয়ে জেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

কামরুল ইসলাম/ আমীর হামজা কুতুবী :
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জন এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রেস কনফারেন্স করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস।
প্রেস কনফারেন্সে জানানো হয়, উন্নয়ন মেলা উপলক্ষে ২৭ মার্চ শনিবার সকালে র‌্যালি হবে জেলা প্রশাসনের আয়োজনে।
র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সাড়ে ১১ টায় জাতির পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের উপর ভিডিও চিত্র প্রদর্শনী হবে।
২৮ মার্চ রবিবার সকাল ১১টায় টাউন হলে উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা, বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় রূপকল্প-২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল্লাহ মারুফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন,শ্যামা নন্দ কুন্ডু, পার্বত্য প্রেসক্লাব সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button