সাধারণ
খাগড়াছড়িতে স্বপ্নপুরী যুব সমবায় সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি ;
খাগড়াছড়ি স্বপ্নপুরী যুব সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে খাগড়াছড়ি সদরস্থ পশ্চিম শালবন আল হেরা নূরানি হেফজখানা ও এতিমখানার এতিমদের মাঝে পবিত্র কোরআন শরিফ ২০ খানা, ৩৩ জনকে শীতবস্ত্র কম্বল,মাক্স ও হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলাস্থ অবস্থিত পশ্চিম শালবন আল হেরা নূরানি হেফজখানা ও এতিমখানায় স্বপ্নপুরী যুব সমবায় সমিতি লিঃ এর সভাপতি, মোঃআবদুর রহিম হৃদয়, সাধারণ সম্পাদক, সাইফ উদ্দিন আবু আনসারি মিঠু,সদস্য সোহেল রানা,হাফেজ আব্দুর রহমান ছায়াদ,যুবায়ের হোসেন আবির,হাফেজ আকতার হোসেন,আব্দুল্লাহ,সাবেক প্রধান শিক্ষক মাহাবুব মাষ্টার এতিমদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদ্রার প্রধান শিক্ষক হাফেজ মাসফিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।