সাধারণ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

মো: শরিফুল ইসলাম ভুইয়া:
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে অগিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পাহাড়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী । ১৫ই ডিসেম্বর (বুধবার) সকালে মহালছড়ির পখীমুড়া এলাকার ক্ষতিগ্রস্ত তরুন জয় ত্রিপুরার হাতে বাড়ি নির্মাণের জন্য ২০ হাজার টাকার অনুদান তুলে দেন লে. মোঃ ফারাবী বিন আলী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তি ছিলেন।
সেনা কর্মকর্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

গত শুক্রবার সন্ধ্যায় রান্না ঘরের চুলার আগুনে পুড়ে যায় হতদরিদ্র তরুণ জয় ত্রিপুরার বসতবাড়ি।
সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তরুণ জয় ত্রিপুরা বলেন, এই অবস্থায় আমার নতুন একটা বসতঘর করার মতো কোনো উপায় ছিলো না। সামান্য পলিথিন চাঁদ হিসেবে ব্যবহার করে কোনোরকম রাত্রিযাপন করে আসছিলাম। ঘর না থাকায় এ কয়দিন প্রচন্ড কনকনে ঠান্ডা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং এই ধরনের মানবিক পাহাড়ে অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।