আলোচিত সংবাদখাগড়াছড়ি

খাগড়াছড়িতে সাফজয়ী বীর ফুটবল কন্যাদের সংবর্ধনা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে জেলার গৌরব সাফজয়ী নারী ফুটবল খেলোয়ারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬অক্টোবর রবিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম। এদিন জেলার ৩জন খেলোয়ার আনুচিং মগিনি, আনাই মগিনি, মনিকা, চাকমা ও ১ জন জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমা’র মাঝে সম্মাননা ও প্রত্যককে ৫০হাজার টাকা বিতরণ করা হয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দুই খেলোয়ারকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়ের নারীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে যে গৌরব অর্জন করেছে,আমরা সকলেই গর্বিত ও উচ্ছ্বসিত। তারা এ জেলার তথা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। তাদের যেকোন প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি। এ সময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button