সাধারণ
খাগড়াছড়িতে সরকারী ঘর-(২) অনেক অসহায় পরিবার ঘর চাপায় জীবণ হারানোর আতঙ্কে

দেব প্রসাদ ত্রিপুরা : খাগড়াছড়িতে অনে্কেই সরকারী ঘর পেয়ে যেমন মহাখুশী তেমনি সামান্য বাতাসে কখন নিজের ভাঙ্গা ঘরখানি চাপা দিয়ে জীবন লীলা সাঙ্গ করে দেয় এমন আতঙ্কে রাতের পর রাত ঘুমাতে পারেন না অনেক অসহায় পরিবার। আসমানিদের ঘরের মতো একটুখানি বাতাসেই যাদের ঘর নড়বড় করে এমন পরিবারের সংখ্যা খাগড়াছড়িতে অসংখ্য। যাদের ভাঙ্গা ঘর দেখে যে কেউ আৎকে উঠবেন। নিজের অজান্তেই বলবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরতো তারই প্রাপ্য। এমনই কিছু কিছু চিত্র তুলে ধরছি