সাধারণ

খাগড়াছড়িতে সংবাদপত্র বিতরণকারীদের মাঝে রেইনকোট বিতরণ

প্রতিনিধি : বিলিভার্স ইস্টার্ন চার্চ, খাগড়াছড়ি ডায়োসিস এর উদ্যোগে খাগড়াছড়ি শহরের সংবাদপত্র বিতরণকারিদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বর্ষায় সংবাদপত্র বিতরণে অনেক দুর্ভোগ পোহাতে হয় বিতরনকারীদের। তাই তাদের এ দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করে বিলিভার্স ইস্টার্ন চার্চ খাগড়াছড়ি ডায়োসিস। ২২ মে রবিবার বিলিভার্স ইস্টার্ন চার্চ খাগড়াছড়ি ডায়োসিস পক্ষে রেইনকোটগুলো বিতরণ করেন ডায়োসিসান ভিকার রেভা: ফাদার রাজেন্দ্র ত্রিপুরা। রেইনকোট গ্রহণ করেন, তুষার দেব, মো: মানিক মিয়া, অর্জুন আচার্য্য, পরেশ চাকমা, মো: জাহিদ, মনিন্দ্র নাথ মন্ডল, মো: শাজাহান ও মো: রবিউল।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button