সাধারণ

খাগড়াছড়িতে মাঠ দিবস পালিত

মো: জাকের হোসেন : ’’নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’’ এ শ্লোগানে  খাগড়াছড়িতে সিআইজি ও নন-সিআইজি মৎস্য চাষীদের মাঠ দিবস র্কমসূচি পালিত হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে পেরাছড়া ইউনিয়নের সিআইজি মৎস্য চাষী অনুমিকা চাকমার পুকুর পাড়ে প্রচলিত স্বাস্থ্যবিধি মেনেই এ মাঠ দিবসের আয়োজন করে খাগড়াছড়ির সদর উপজেলা মৎস্য দপ্তর ।

২০২০-২১ অর্থবছরে ‘‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ -II প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্প, মৎস্য অধিদপ্তর অংগের আওতায় এ মাঠ দিবস পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন খাগড়াছড়ির পেরাছড়া ইউপি চেয়ারম্যন তপন বিকাশ ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সুদৃষ্টি চাকমা।

আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাফেজ মো: আশেক উদ্দিন (এনএটিপি-২), সহকারী মৎস্য কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা প্রমূখ।
সিআইজি ও নন-সিআইজি মৎস্য চাষীদের উদ্দেশ্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরনে মৎস্য চাষের গুরুত্ব এবং মৎস্য চাষ সম্প্রসারণে করণীয় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।

পুকুরে বেড় জাল টেনে মাছের নমুনায়নের মাধ্যমে চাষীদেরকে মৎস্য চাষে উৎসাহিত করা হয়। পাশাপাশি ২০২০-২১ অর্থবছরে প্রকল্পের এআইএফ-৩, উপ-খাত থেকে অনুদান প্রাপ্ত উদ্যোক্তার মাছের খাদ্য তৈরির পিলেট মেশিনের উদ্বোধন করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button