চাইথোয়াই মারমা : খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর ইতিহাস, ভাষা ও সংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক সেমিনার—‘শেকড়ের সন্ধানে’। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এই আয়োজনে উঠে আসে মারমা সমাজের গভীর ঐতিহ্য ও শেকড় সন্ধানী ভাবনা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং মারমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও লেখক প্রফেসর মংসানু চৌধুরী। তিনি মারমা ভাষা, ধর্ম, সমাজ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। আলোচনায় অংশ নেন সাবেক যুগ্ম-সচিব উক্যজেন, যিনি ইতিহাস-সংস্কৃতির পটভূমিতে মারমা জাতির নানা স্তর বিশ্লেষণ করেন।
বক্তারা বলেন,
“সংস্কৃতি হারিয়ে গেলে জাতির আত্মপরিচয়ও হারায়। তাই শেকড় টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে ঐতিহ্যের ধারায় যুক্ত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মং সার্কেলের রানী উখেংচিং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরী, সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক জীতেন চাকমা প্রমুখ।
এই আয়োজনকে ঘিরে মারমা সমাজে নিজেদের ঐতিহ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের চেতনা আরও জোরদার হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :