সাধারণ

খাগড়াছড়িতে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

 

আশেক উল্লাহ : গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২১ রবিবার বিকালে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইবোনছড়া ইউনিয়নের ২নং প্রকল্প পাড়া গাছবান ও পেরছড়া ইউনিয়নের গিরিফুল পেরাছড়া হেডম্যান পাড়ায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস । ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত পরিচালক(কারিগরি ও প্রশিক্ষণ) মো: তৈয়ব আলী।
জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কার্বারী তুষার কান্তি চাকমা, সমাজসেবক রুপায়ন চাকমা, সুশীল চাকমা, প্রোমিজ চাকমা, পাড়া কর্মী রেখা চাকমা ও ধনেশ্বর ত্রিপুরা। স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ, মাদকের ভয়াবহতা প্রতিরোধ, তথ্য অধিকার আইন-২০০৯, বিনামূল্যে সরকারের আইন সহায়তা (লিগ্যাল এইড), শিক্ষা, স্বাস্থ্য ও কোভিড-১৯ টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ এবং সামাজিক বিভিন্ন ইস্যু সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার অগণিত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রিপু খীসাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণও উপস্থিত ছিলেন।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button