খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মংহাইসিং মারমা, বান্দরবান
খাগড়াছড়ি সদর গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা ও চট্টগ্রাম বায়োজিত থানায় জুম্ম জাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজ্যেতি ভিক্ষুকে হামলা প্রতিবাদে ও খুনিদের দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করেছে বান্দরবানে পার্বত্য ভিক্ষু পরিষদ।
৬ ফেব্রুয়ারী রবিবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চ সামনে পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুরুতেই বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার হয়ে মানববন্ধন র্যালী শুরু করে। এসময় বান্দরবান শহর প্রদক্ষীন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সমাপ্তি ঘটে। পরে বৌদ্ধ ভিক্ষুগণ, ধর্মের অঙ্গ সংগঠন ও ছাত্রসমাজসহ প্লেস্টুন ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বান্দরবান জেলা পার্বত্য ভিক্ষু পরিষদ সভাপতি ভদন্ত পঞঞানন্দন মহাথের, সাধারণ সম্পাদক ভদন্ত তেজপ্রিয়, দি ওয়ার্ল্ড বুদ্ধ সাসনা সেবক সংঘ মহাথের ভদন্ত গুন বন্দনা , রুমা উপজেলা শাখা পার্বত্য ভিক্ষু পরিষদ মহাথের ভদন্ত নাইন্দিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি সদস্য কোদ পঞঞা দীপা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি অংসিউ মারমাসহ ভিক্ষু সংগঠন, ছাত্র সমাজসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় থানচি বৌদ্ধ ভিক্ষু কল্যান সমিতি, লামা উপজেলার বৌদ্ধ কল্যাণ পরিষদ, বান্দরবান মারমা ওয়ারফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, রোয়াংছড়ি সাসনা রক্ষিতা ভিক্ষু কল্যাণ সমিতি , বাংলাদেশ মারমা স্টুডেন্ড কাউন্সিল, সদর উপজেলা পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি, বান্দরবান দি ওয়ার্ল্ড বুদ্ধ সাসনা সেবক সংঘ, পার্বত্য ভিক্ষু পরিষদ, রুমা সমগ্ গ সুখ ভিক্ষু সমিতি, পার্বত্য ইয়ং ভিক্ষু এসোসিয়েশন, উত্তরাঞ্চল শাখা বাঙ্গালহালিয়া পার্বত্য ভিক্ষু পরিষদ , লামা উপজেলা পার্বত্য ভিক্ষু পরিষদ , রুমা উপজেলার পার্বত্য ভিক্ষু পরিষদসহ ১৩ টি সংগঠন মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন বৌদ্ধ ভিক্ষু বিশুদ্ধা মহাস্থবির। এই বৌদ্ধ ভিক্ষু গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।