খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহারভুক্ত আসামি গ্রেফতার


admin প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী এজাহারভুক্ত আসামি গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত এবং এজাহারভুক্ত আসামি বরুন দে (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৩ মার্চ সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েলের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের আনন্দ নগর থেকে বরুন দে (৪৫) কে গ্রেফতার করা হয়।

গত ৪ আগস্ট ২০২৪, খাগড়াছড়ি জেলার শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা সশস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় বরুন দে’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ১০; তারিখ- ১৬/০৯/২০২৪)।

গ্রেফতারকৃত বরুন দে (৪৫) খাগড়াছড়ি সদর থানার আনন্দ নগর, ভুবনেশ্বর কালী মন্দির এলাকার বাসিন্দা। তিনি সুনীল দে’র ছেলে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় সারাদেশের মতো খাগড়াছড়িতেও অপরাধ দমনে সর্বাত্মক অভিযান পরিচালিত হচ্ছে। শাপলা চত্বরে আন্দোলনের সময় হামলার ঘটনায় সরাসরি জড়িত এজাহারভুক্ত আসামিকে আদালতে পাঠানো হবে।