সাধারণ
খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রতিনিধি: খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বুধবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীতে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিাত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, সিভিল সার্জন মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র মোঃ রফিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ, গালর্স গাইড সদস্য, রেডক্রিসেন্ট এর সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিাত ছিলেন।