প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়িতে বিশাল জনসমাবেশ করেছে বিএনপি।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারী সরকারের শাসনে খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছে। বিনা দোষে তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়া সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে, তবুও বিএনপি মাথা নত করেনি।
তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রুত নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :